ধুমপান ও তামাকের ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিবেশ সচেতনতা বৃদ্ধি দেশ ও জাতির করণীয়

================

দেশের প্রতিটি অফিস,আদালত, সচিবালয়, স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকে বিভিন্ন সমাবেশ,সেমিনার র‌্যালি, শ্যাম্পুজিয়াম এবং মাধ্যমে ধুমপান ও তামাকের মারাতœক ক্ষয়ক্ষতি সচিত্র চিত্র ও প্রতিবেদন তুলে ধরার জন্য একান্ত আবশ্যক। উল্লেখ্য যে, প্রতিটি প্রতিষ্ঠানে
অমনকি যানবাহন,হাটবাজার ও দোকান পাট ও খেলার মাঠে ধুমপান বর্জন ও কঠোর হস্তে দমন ও উল্লেখিত স্থানে ধুমপান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ও বর্জন করতে হবে।
শুধু তাই নয় বর্তমানে পাবত্য বান্দরবান জেলা লামা, আলীকদম ও রামু কক্সবাজার চকিরয়ায় এক শ্রেণির কৃষক ব্যাপক হারে তামাক চাষ করে আসতেছে। ফলে অত্র এলাকায় পরিবেশের ও জন স্বাস্থের মারাতœক ক্ষয়ক্ষতি প্রভাব ফেলেছে।

যেমন: জমির উর্বরতা শক্তি হ্রাস, ছেলেমেয়েদের স্বাস্থের ঝুঁকি। বর্তমানে ঐ অঞ্চলে কৃষক অর্থকরি ফসল চাষাবাদ হৃাস বিমুখবর্তী। সর্বোপরি, এই তামাকে পোড়ানোতে
হাজার মণ জ¦ালানি কাঠ সংগ্রহ করে তামাক পোড়ানোর জন্য ব্যবহৃত হয় । যার দরুণ বন ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। তাদেরকে ক্ষতিকর তামাক চাষাবাদ থেকে বিরত রেখে অতি শীগ্রই প্রয়োজনীয় সবজি ও বিভিন্ন অর্থকরি ফসল চাষে উদ্ভুদ্দ করার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট মহল বিশেষ প্রনোদনার মাধ্যমেও তাদেরকে এই মারাত্মক তামাক চাষ থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শুধু তাই নয় সরকারের প্রচার মাধ্যমে যেমন: বেতার, টিলিভিশন,সংবাদপত্র ও বেসরকারি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ব্যাপক হারে তামাক ও ধুমপানের কুফল ক্ষয়ক্ষতি সম্পর্কে সর্বস্তরের জনসাধারনকে অবহিত করার জন্য ব্যাপক জনসচেতনা সৃষ্টি তামাক ও ধুমপানের বিজ্ঞাপন নিশিদ্ধ করতে হবে। উল্লেখযোগ্য ভুমিকা পালন
করতে হবে এবং ব্যাপক মিডিয়ার প্রচার প্রসার ঘটিয়ে ধুমপান ও তামাকের ক্ষয়ক্ষতিগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে এবং পরিবেশ অধিদপ্তর ও বন
বিভাগকে আরও যোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তাহলে তামাক ও ধুমপানের ক্ষয়ক্ষতির হাত থেকে দেশ ও জাতির মারাত্মক পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য অনতি বিলম্বে বর্তমান তামাক ধুমপান নিয়ন্ত্রণ বিরুধি
আইনটি প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা ও যথাযথ কঠোর হস্তে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবী জানাই।

একনজরে তামাক ও ধুমপানের ক্ষয়ক্ষতি সমূহ:
 ধুমপান ও তামাক দেশ ও জাতির মারাত্মক ক্ষতি করে।
 ধুমপান মানসিক অপূরণীয় আর্থিক ক্ষতি করে।
 ধুমপান ও তামাক পরিবেশের মারাত্মক হুমকি স্বরূপ।
 ধুমপান ও তামাক স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।
 ধুমপান ও তামাক মানুষের আয়ু কমায় এবং ধুমপান করা মানে বিষ পান করা
যা মানুষের মৃত্যু ঘটায়।
 ধুমপান ও তামাক মানুষের হৃদরোগের অন্যতম কারণ।
 ধুমপান ও তামাক এর কারণে মানুষের ফুসপূসে মারাত্মক ক্যান্সার এর মতো
মরণব্যধি রোগ সৃষ্টি করে।
 ধুমপান ও তামাক বায়ুকে দূষিত করে।
 ধুমপান ও তামাক মানুষের কোটি টাকা অপচয় হয়।
 ধুমপান আপনার জীবনকে যে কোন মূহুর্তে থামিয়ে দিতে পারে।

“বই পড়–ন, বই কিনুন, বই প্রিয়জনকে উপহার দিন।
মনে রাকবেন বই পড়ে কেউ কোনদিন দেওলিয়া হয়নি।”

==============
মোহাম্মদ নুুরুল আবছার (ফরেষ্ট অফিসার)
লেখক ও গবেষক

  • Related Posts

    • জুলাই ২৯, ২০২৩
    • 83 views
    প্রদীপের নীচে পড়ে থাকা এক অন্ধকার

    কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটনের স্বর্গ। অনেকে আবার কক্সবাজারকে পর্যটনের রাজধানী নামেও অভিহিত করেন। সারাবিশ্বে কক্সবাজার বহুল আলোচিত, পরিচিত এক শহর। সবাই আলো ঝলমলে কক্সবাজারের সাথেই পরিচিত। কিন্তু প্রদীপের নীচে…

    Read more

    • জুলাই ৭, ২০২৩
    • 85 views
    পুরষ্কার এ এক মহান প্রাপ্তি

    পুরষ্কার এ এক মহান প্রাপ্তি… তা যদি হয় আবার পুলিশ বাহিনীর অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার),পিপিএম কর্তৃক পুরষ্কার তাহলে প্রাপ্তি যেন মহাকাশ পেরিয়ে অন্যাকাশ ছুঁয়ে…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পেকুয়ায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

    পেকুয়ায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

    পেকুয়ায় স্লুইসগেট দখল করে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজি

    পেকুয়ায় স্লুইসগেট দখল করে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজি

    পেকুয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ

    পেকুয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ

    নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

    নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

    ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

    ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

    “পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

    “পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে