***************
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া টেকনাফ শাখার সদস্য এসকেএফ ফার্মা প্রতিনিধি সুজা রহমান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সংগঠন এর সভাপতি মিরাস উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য গোলাম মোস্তফা র সঞ্চালনায় অনুষ্ঠিত হলো।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ফারিয়া সভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফারিয়া সহসাধারণ সম্পাদক আজিম উদ্দিন, টেকনাফ ফারিয়া সাংগঠনিক সম্পাদক ও ল্যাব মেডিকা পরিচালক মোহাম্মদ ইউছুফ উদ্দিন রানা, নাভানা ম্যানেজার জহিরুল ইসলাম, অপসোনিন ম্যানেজার রাশেদ উদ্দিন, ফার্মাশিয়া ম্যানেজার সেলিম খান,।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, মিনার হোসেন,আবদুর রহিম, শাহীন কাদের, সোহেল রানা, এরশাদুল ইসলাম,আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আমিন, এমদাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ল্যাব মেডিকা সৌজন্যে চা চক্র সম্পন্ন হয়।