নদী দখলদারদের উচ্ছেদের দাবিতে মহেশখালীর রাকিবের টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা!

নিজস্ব প্রতিবেদক:

নদী দখলদারদের উচ্ছেদ ও দেশে নদীর প্রকৃত সংখ্যা যাচাই করে তালিকা প্রনয়ণের দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন রাকিব হাসান (২৩)। রাকিব হাসান মহেশখালীর শাপলাপুরের ষাইটমারা গ্রামের রুহুল আমিনের ছেলে।

“দুরত্ব ও সীমাবদ্ধতাকে পরাজিত কর” শিরোনামে গত ২০ এপ্রিল পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্দা জিরোপয়েন্ট থেকে তিনি এ যাত্রা শুরু করেন। এই প্রতিবেদন লেখা অব্দি সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবস্থান করছেন। পায়ে হেটে এখন পর্যন্ত সে পথ অতিক্রম করে ৮৫০ কিলোমিটার।

ভোর ৬টা থেকে শুরু করে রাত ৮/৯টা পর্যন্ত হাঁটেন তিনি। রাতে যেখানে হাঁটা বন্ধ হয়ে যেত, ওই এলাকায় পরিচিত কারও বাসায় পরিচিত না থাকলে হোটেলে, মসজিদে, পেট্রোল পাম্প এর রেস্ট হাউজে রাতযাপন করতেন।

দূরত্ব ভীতির কারনে কেউ সঙ্গী না হওয়ায় একাকী সে পদযাত্রা শুরু করে বলে জানায় তিনি। রাকিব আরও জানায়, এটাই তার প্রথম দীর্ঘ একাকী পদযাত্রা। দুরত্ব ও দিনের হিসেব করে সে ২২/২৩ দিনে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা করেন। এবং সে একাই ১০০০ কিলোমিটারের দীর্ঘ দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে।

রাকিব জানায়, সে একাকী পদযাত্রায় বিচলিত নয়। বরং সে দেশের নদীর দখল ও নদীর বিলীন হয়ে যাওয়া নিয়ে বিচলিত।

সে আরও জানায়, নদী আমাদের দেশের রক্তনালীর মত। দেশে প্রবাহমান সমস্ত নদী এখন শুকিয়ে গেছে। আগামি দশকের মধ্যে অনেক নদী হয়তো মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। যদি এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ না নেয়া হয় তাহলে দেশের প্রাকৃতিক জীববৈচিত্র হুমকির মুখে পড়বে। এতে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপর বিপর্যয় নেমে আসবে। যা তাকে উদ্ধিগ্ন করেছে। তাই সে সরকার ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েই পদযাত্রার পথ বেছে নিয়েছে।

সে আরো জানায়, ঐক্যবদ্ধ হয়ে নদী রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ও চেষ্টা করছে সে।
পদযাত্রার সীমাবদ্ধতার প্রশ্নে রাকিব জানায়, প্রথম কয়েকদিন হাটার পর পা ব্যথা ও ফুলে গেলেও এখন তা সুস্থ হয়ে গেছে। এবং সে মনোবলের উপর জোর দিচ্ছে। এতে করে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

বাঁচতে হলে মহাশয়/রক্ষা করুন জলাশয়।

বাঁচলে নদী বাঁচবে দেশ/আলোর হবে পরিবেশ।

দখল দূষণ বন্ধ করি/নদীর মতন জীবন গড়ি।

এ স্লোগানকে সামনে রেখে নদী রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান সচেনত মহলের।

  • Related Posts

    • জুলাই ১, ২০২৪
    • 56 views
    প্রাণের ক্যাম্পাস-ঢাকা বিশ্ববিদ্যালয়

      আনোয়ার হোসেন শামীম।  আমি সেই বিরল গোত্রীয়দের একজন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কখনো ভর্তি পরীক্ষাই দেয়নি বা আবেদন ফরমই কেনেনি। বিষয়টা এমন ছিল যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে…

    Read more

    • জুন ২৮, ২০২৪
    • 67 views
    সাংবাদিক সংসদ কক্সবাজার এর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

    মোঃ ইব্রাহিম খলিল: সাংবাদিক সংসদ, কক্সবাজার এর নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

    বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

    বৃহত্তর কলাতলী পর্যটক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ১৫ সদস্য কমিটি গঠিত

    বৃহত্তর কলাতলী পর্যটক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ১৫ সদস্য কমিটি গঠিত

    মগনামা ঘাটের ইজারা নিয়ে ষড়যন্ত্র, পারাপার বন্ধের ঝুঁকি

    আজ রোহিঙ্গাদের সাত বছর পূর্তি, ক্যাম্পে নতুন রোহিঙ্গা প্রবেশ

    আজ রোহিঙ্গাদের সাত বছর পূর্তি, ক্যাম্পে নতুন রোহিঙ্গা প্রবেশ

    অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

    অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
    বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু