ব্যালট বাক্স রক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান প্রেসিডেন্ট এরদোগান’র

print news

অনলাইন ডেস্ক :

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে নির্বাচনে । তবে বর্তমান প্রেসিডেন্ট এরদোগান ব্যালটবাক্স রক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার পাঁচ বছর মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিয়েছে তুরস্কবাসী। দেশটিতে নিবন্ধনকৃত ভোটার সংখ্যা ৬ কোটি ৪০ লাখ।

এ নির্বাচনে ৪ মেয়াদে ক্ষমতায় থাকা এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিসদারোগ্লু।

এ নির্বাচনের ফলাফল পেতে তিন দিন লাগতে পারে।

ভোটগ্রহণ শেষে সমর্থকদের উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন এরদোগান। সেখানে তিনি লিখেছেন, ‘সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মাধ্যমে আমাদের গণতন্ত্র এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘এখন সময় ব্যালট বাক্স রক্ষার। চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের জনগণের ইচ্ছাকে পাহারা দিয়ে যাব।’

এদিকে, আলজাজিরার প্রতিনিধি সামি জাইদান জানিয়েছেন, নির্বাচন ঘিরে তেমন কোনো অরাজকতা অথবা কোনো কারচুপির ঘটনাও ঘটেনি।

তবে তিনি জানান, দেশজুড়ে উত্তেজনাকর এ নির্বাচনে একজন নির্বাচন পর্যবেক্ষক ও দু’জন ভোটার হার্ট অ্যাটাক করেছেন।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *