কক্সবাজারের পেকুয়ায় যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া ছেলে-পুত্রবধূর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার(০১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এঘটনা ঘটে।
তিনি ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও পাঁচ সন্তানের মা।
নিহতর ছেলে আব্দু শুক্কুর জানান,মায়ের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে সকালে তারা মা বাবা থেকে আলাদা হয়ে সংসার শুরু করে। এতে মা অভিমান করে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘরের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয়রা জানান, নিহতের ছেলে আব্দু শুক্কুর দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে বসবাস করে আসছেন। ঘটনার দিন সকালে স্থানীয় সর্দার ও মেম্বারের উপস্থিতিতে সে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়। এতে মা ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পেকুয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রোকনুজ্জামান বলেন, নিহতের মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ছেলের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।