মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় দেশীয় তৈরি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ১লা জুন ভোর সাড়ে ৪টায় মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবু ছৈয়দের পুত্র নাছির উদ্দিন (৩৩)’কে পুলিশ গ্রেপ্তার করেছে। মাতারবাড়ীর পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন বলেন, ভোর সাড়ে ৪ টায় মইন্ন্যারঘোনায় নাছির উদ্দিনসহ কতিপয় সশস্ত্র লোক অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৪/৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ একজন কে গ্রেপ্তার করেন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি লম্বা দা পাওয়া যায়।” গ্রেপ্তারকৃত আসামী নাছির উদ্দিন একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে ৫টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, আটক আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।
৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বিধি মোতাবেক তার বিরুদ্ধে অস্ত্র মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।