সালমানকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়া কে এই বিদেশিনী?

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত ৫৭ বছর বয়সী সালমান খানের বিয়ের খবরে তার ভক্ত প্রায়ই নড়েচড়ে বসেন। খবর পর্যন্তই থেকে থাকে তার বিয়ে।

সালমান খান একের পর এক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনোটাই বিয়ের পিঁড়ি অবধি গড়ায়নি। সেই সব সম্পর্ক আবার জন্ম দিয়েছে বহু বিতর্কের।

ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সময় ব্যাপক আলোচনা হয়েছে। এরপর আবার শোনা গেছে, সালমান না কি এক বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

সেই ইউলিয়া ভান্তুরের সঙ্গে ভাইজানের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি! তবে এবার সেই সালমানের প্রেমে মজলেন আরেক বিদেশিনী। এখানেই শেষ নয়, সটান প্রেম-বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি আবু ধাবির ইয়াস দ্বীপপুঞ্জে আইআইএফএ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেখানে রীতিমতো তারার হাট বসেছিল। আর সেখানেই অ্যালেনা খলিফে নামে এক তরুণী সরাসরি প্রেমের প্রস্তাব দেন সালমানকে। কিন্তু এই তরুণীর আসল পরিচয় কী?

২৪ বছর ওই তরুণী আসলে দুবাইয়ের বাসিন্দা। বহুমুখী প্রতিভার অধিকারিণী অ্যালেনা এ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই সেই ছাপ রেখেছেন। মিডিয়া ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র তিনি। ব্রডকাস্ট প্রেজেন্টার, লিডার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন।

এমনকী মার্কেটিং, ডিজিটাল মিডিয়া এবং ম্যানেজমেন্ট সম্পর্কেও তার অগাধ জ্ঞান। ইনস্টাগ্রামে তার বর্তমান ফলোয়ারের সংখ্যা প্রায় ৯২ হাজার। ‘একেচ্যাটস’ নামে একটি শো উপস্থাপনা করেন অ্যালেনা।

এমন সব বিষয়ে পারদর্শী সুন্দরী তরুণী বরাবরই সালমানের ভক্ত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অল-ব্ল্যাক লুক ফ্লন্ট করেছেন সালমান। পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই সেখানে অ্যালেনার গলা শোনা যায়। তিনি বারবার সালমানের প্রতি তার মনের অনুভূতি প্রকাশ করতে থাকেন।

জানান প্রথম দর্শনেই তার সালমানের প্রতি প্রেমে পড়ার কথা। এমনকী অ্যালেনা এ-ও জানান যে, তিনি সুদূর হলিউড থেকে শুধুমাত্র এ কথা বলার জন্যই ছুটে এসেছেন।

আর রসিকতায় বলিউডের ভাইজান যে কম যান না, সে কথাও আমরা সবাই জানি। অ্যালেনাকে মজা করে সালমান প্রশ্ন করেন যে, আপনি শাহরুখ খানের সঙ্গে আমায় গুলিয়ে ফেলছেন না তো? আসলে আমাদের পদবী তো এক!

সালমানের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তার এ প্রেমের প্রস্তাব শুধুমাত্র সালমানের জন্যই! এমনকী সরাসরি বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সালমান বলেন যে, আমার বিয়ের বয়স এখন পার হয়ে গেছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভালো হতো!

সালমানের এ দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তার এ প্রেমের প্রস্তাব শুধুমাত্র সালমানের জন্যই! এমনকী সরাসরি বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সালমান বলেন যে, ‘আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভালো হতো!’ ঘনিষ্ঠদের দাবি, সালমান যা-ই বলুন, আশা ছাড়ছেন না অ্যালেনা।

Related Posts

  • মে ১৩, ২০২৪
  • 140 views
প্রকাশ্যে এস ডি জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”

বিনোদন ডেস্ক: প্রিমিয়ার শোর মাধ্যমে মুক্তি পাওয়া তরুণ নির্মাতা এস.ডি. জীবন’র ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ প্রকাশ্যে এলো।  ১২ মে রবিবার বিকাল ৪:৩০ মিনিটে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়…

Read more

  • মার্চ ২৪, ২০২৪
  • 111 views
ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক “দুনিয়ার খেলা”

বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক “দুনিয়ার খেলা”। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাহাড় ধ্বসে কেড়ে নিল একই পরিবারের তিন জনের প্রাণ!

পাহাড় ধ্বসে কেড়ে নিল একই পরিবারের তিন জনের প্রাণ!

বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?