আপনাদের দেওয়া এই ঋণ কখনো শোধ করার নয়: টিপু

“অলরেডি পরিবর্তন শুরু হয়ে গেছে, আমি যদি জয়যুক্ত হয় পরিবর্তনের নজির সৃষ্টি করব” মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন কক্সবাজার পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু।

সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশনের ১৭ তম কমিশন কক্সবাজার পৌরসভা নর্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে সামনে আসে ০৭ নম্বর ওয়ার্ডের ওসমান সরওয়ার টিপুর নাম।

যদিও গোপনে ৩০ বছর ধরে নানান কৌশলে ০৭ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে ছিলেন টিপু। তার বাবা কবির আহমেদ কোম্পানি ছিলেন দানবীর। ভৌগোলিক অবস্থানে প্রান্তিক জনপদ এবং পিছিয়ে পড়ায় দারিদ্রতার হার ছিলো অন্য ওয়ার্ডের চেয়ে তুলনামূলক বেশি। এমন অবস্থায় টিপু ও তাঁর বাবা চোখে পড়ার মতো বিভিন্ন ভাবে স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রেখে আসছিলো।

করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় যখন থমকে গিয়েছিল দেশ, আয় রোজগার বন্ধ হয়ে মানুষ ঘর বন্দী ছিল; তখন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়ে ওই ওয়ার্ডের মানুষের পাশে দাড়িয়েছে টিপু। মেডিক্যাল ক্যাম্প, শিক্ষাবৃত্তি, দারিদ্র ভাতা সহ উল্লেখযোগ্য কিছু কর্মে জনপ্রিয়তা বেড়েছে কবির আহমদ পুত্র টিপুর।

এবার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ব্রীজ প্রতিকে নির্বাচনী মাঠে তারই প্রতিদান দিয়েছে জনগণ, বললেন টিপু নিজেই।

গেলো ২৬ মে প্রতীক বরাদ্দের পর থেকে ভোটারদের আলোচনায় ছিল টিপুর জয়ের আভাস। টানা ১৫ দিন নির্বাচনী মাঠে ৬ প্রার্থীর সাথে চরম প্রতিদ্বন্দ্বিতা করে ১২ জুনের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন ওসমান সরওয়ার টিপু। নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী বর্তমান কাউন্সিলর আশরফুল হুদা সিদ্দিকী জসেদকে মাত্র ৮৯ ভোটে পরাজিত করেন সর্বকনিষ্ঠ নবনির্বাচিত এই কাউন্সিলর।

০৭ নম্বরে ওয়ার্ডের ৭২৫৩ ভোটের ২২৭৯ ভোট পেয়েছেন টিপু আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ল্যাম্প প্রতীকের জামশেদের প্রাপ্ত ভোট ছিল ২১৯০।

জয়ে পরে টিপু জানান, “আমার মনেহয় কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা এই ওয়ার্ডে। আমি টিপু প্রতিকূলতাকে ভয় পাই না। প্রতিকূলতাকেই পেছনে ফেলে নির্বাচনে জয়লাভ করেছি। এবার আমার ওয়ার্ডবাসীকে জয় করবো।”

নির্বাচিত হওয়ার পরে টিপু কৃতজ্ঞ চিত্তে তাঁর ফেসবুকে লিখেন-

“ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সর্ব প্রথম শোকরিয়া জানাচ্ছি সেই মহান আল্লাহর কাছে,যিনি আমার মত একজন নগন্য ব্যক্তিকে আমার প্রিয় ৭ নং ওয়ার্ডবাসীর প্রিয় হওয়ার তৌফিক দান করেছেন।
প্রিয় ৭নং ওয়ার্ডের শান্তি প্রিয় সবর্স্তরের জনসাধারণ,
সবার প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে রইলো স-শ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম,
প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী,আপনারা শুরু থেকে সবাই নিজ,নিজ,অবস্থান থেকে নিজেদের খেয়ে,পরে,আমার জন্য যে পরিশ্রম করেছেন,সেই পরিশ্রমের ফসল হিসেবে ৭ নং ওয়ার্ডের আমার সকল পর্যায়ের জনগন আমাকে তাদের মহামূল্যবান ভালোবাসা তথা পবিত্র ভোট প্রদান করে তাদের সেবক হিসেবে বেঁচে নেওয়ায় সকল ভোটার এবং সকল জনগণের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী,আপনারা আমাকে যে পবিত্র দায়িত্ব অর্পন করেছেন ইনশাআল্লাহ আমি আমার ওয়ার্ডের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে সাধ্যমত চেষ্টা করবো তা পালন করার।
আমার ওয়ার্ডে আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি তা আমার কাছে বিবেচ্য বিষয় নয়,
কারন আজ থেকে আমি আমার ৭ নং ওয়ার্ডের সকলের,
আমার কাছে কোন ভেদাভেদ থাকবেনা,
প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী,আমি আপনাদের কারো ছেলে,কারো ভাই,কারো বন্ধু, তাই আপনারা যেকোন সময়, যেকোন সমস্যার কথা আমাকে জানাতে পারবেন নির্ভয়ে,
পাশাপাশি আমার কাছে কোন মাধ্যম নিয়ে আসতে হবেনা,কারন আমি আপনাদের সবার।
প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী,মহান আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে,
আমি আমার শ্রদ্ধেয়,জামসেদ স্যার,জাফর চাচা,জাহেদ ভাই,সৌরভ ভাই,শামসুল ভাইসহ আমার ওয়ার্ডের সকল গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে, দীর্ঘদিন অবহেলিত ৭ নং ওয়ার্ডকে একটি মাদক,সন্ত্রাস মুক্ত পরিছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আপনার সবাই আমাকে নিজ নিজ অবস্থান থেকে পরামর্শ দিয়ে বর্তমানের ন্যায় পাশে থাকবেন।
আমি আপনাদের নেতা নয়,একজন সেবক হিসেবে আপনাদের সুখে দু:খে পাশে থাকতে চাই।
সর্বশেষ আমি আমার এই বিজয়,
আমার ৭ নং ওয়ার্ডের সকল জনসাধারণ কে উৎসর্গ করলাম,
এই বিজয় আমার নয়, এই বিজয় হলো আমার ৭ নং ওয়ার্ডের মা বোনদের।
আপনাদের দেওয়া এই ভালোবাসা আমি এবং আমার পরিবার কৃতজ্ঞস্বরে স্বরণ রাখবে।

আপনাদের দেওয়া এই ঋণ কখনো শোধ করার নয়।
সবার প্রতি আবার ও রইলো অজস্র সম্মান এবং ভালোবাসা।”
ধন্যবাদান্তে,
ওসমান সরওয়ার টিপু
নবনির্বাচিত সেবক ৭ নং ওয়ার্ড,
কক্সবাজার পৌরসভা।

Related Posts

  • সেপ্টেম্বর ৩০, ২০২৪
  • 54 views
ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

প্রধান প্রতিবেদক কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকায় ভয়ঙ্কর ভাবে উৎপাদন করা হচ্ছে টমটমের ব্যাটারি পানি। যেখানে ক্যামিক্যাল, এসিডসহ নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি করা হচ্ছে এসব ব্যাটারি পানি। ব্যস্ততম এলাকা শহরের…

Read more

  • সেপ্টেম্বর ১৫, ২০২৪
  • 151 views
খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খুরুশকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোলতান মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুরুশকুল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে খুরুশকুলের ফকির পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পেকুয়ায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

পেকুয়ায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

পেকুয়ায় স্লুইসগেট দখল করে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজি

পেকুয়ায় স্লুইসগেট দখল করে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজি

পেকুয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ

পেকুয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির

ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

ভয়ঙ্কর ভাবে তৈরি হচ্ছে টমটমের ব্যাটারি পানি, মাসোহারায় নিশ্চুপ বিএসটিআই

“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

“পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে