তারা গড়ছে, কউক ভাঙছে

IMG 20230619 WA0005
print news

কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন কটেজ জুনে ফের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একই সাথে সুগন্ধা মোড়ের অবৈধ দখলেও অভিযান চালিয়েছে কউক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের ভ্রাম্যমাণ আদালত সোমবার (১৯ জুন) সকালে এই উচ্ছেদ অভিযান শুরু করে। দুইটি স্কেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক পিলার।বহুতল ভবন দোকান সহ ভেঙেছে বেশকিছু স্থাপনা।

কউক থেকে জানা যায়, ১৯৯৬ সালে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে ৭ দশমিক ৫ একর জমি বরাদ্দ দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরের বছর ১৯৯৭ সালে ওই বরাদ্দ বাতিল করে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সমিতি অবশিষ্ট ২ দশমিক ৫০ একর জমির জন্য উচ্চ আদালতে রিট করে।

গেলো ২০১৬ সালে সমিতির পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হলে সেটিও ২০১৯ সালে বাতিল করে ওই জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এই অভিযানে নেমেছে কউকের ভ্রাম্যমাণ আদালত।

এর আগেও একাধিক বভনে কউক অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও ফের দখলদাররা নতুন করে স্থাপনা নির্মাণ করে। তবে কউক থেকে বলা হয়েছে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *