বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী আনজিল ছিদ্দিকা

IMG 20230620 162856
print news

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী আনজিল ছিদ্দিকা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তির সুযোগ পেয়েছে কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী আনজিল ছিদ্দিকা। আনজিল ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় কক্সবাজার সরকারি কলেজ হতে অংশগ্রহণ করে সকল বিষয়ে জিপিএ ৫ সহ কক্সবাজার জেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। উল্লেখ্য, সে এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং উখিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব কমরুন্নাহার বেগম এর সুযোগ্য কন্যা।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সুজিত কুমার দে কক্সবাজার সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *