চারিদিকে আষাঢ়ের কবিতা
বৃষ্টি হোক বা নাহোক, হাতে কদম ফুলের শুভেচ্ছায় প্রিয় বর্ষা বরণ!
তুমি আসনি তাই, আমার বর্ষাও নামেনি
কদম ফুলের শুভেচ্ছায়, কোন বৃষ্টিস্নাত সুগন্ধি আমায় মুগ্ধ করেনি!
তুমি আসনি তাই, এই বর্ষায় আমার ভিজা হয়ে ওঠেনি।
বাদলা দিনের কদম ফুল হাতে দিয়ে, বলা হয়ে ওঠেনি তোমায় ভালোবাসি!
আষাঢ়ের মেঘ হয়ে যদি তুমি আসতে,
মনের আকাশে মেঘ হয়ে পেখম খুলে নাচতে
বৃষ্টি হতো, ভীষণ হাওয়ায় তোমার এলোচুলে ঢেউ তুলতে
দুহাত ভরে কদম তুলে বলতে, শুধু তোমার সাথেই ভিজতে!
এই বর্ষায় নাহোক, পরের বর্ষায় তুমি এসো
ভারী বর্ষনে হাত ভর্তি কদম দিয়ে বলো, তুমি শুধু আমায় ভালবাসো!