কক্সবাজার সদরের খুরুশকুলের মামুন পাড়া এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে ০১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে খুরুশকুল গরুবাজার এলাকা থেকে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম।
সন্দেহবাজন ওই ব্যাক্তি একই ইউনিয়নের লামাজী পাড়ার মৃত সুলতান আহমেদের পুত্র আনসারুল করিম (৩২)।
জানা যায়, ফোনের কল লিস্ট থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন কিছু তথ্য পাওয়ায় তাকে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানিয়েছে, এর আগেও আলোচিত মাহবুব হত্যা মামলার ০৩ নং আসামী ছিলেন আনসার। যার মামলা নং জি আর ৫১৮/১২।
এছাড়াও আনসার এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে দাবী স্থানীয় এলাকাবাসীর।
চাঞ্চল্যকর অটো চালক হত্যার ঘটনায় পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে জানতে চাইলে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মিজানুর রহমান জানান, কিছু গোয়েন্দা তথ্য ও সন্দেহভাজনভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনসারকে হেফাজতে নেওয়া হয়েছে।
এবং নির্দিষ্ট প্রমাণ ও পুরোপুরি তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।