কক্সবাজারে জেলা আওয়ালীগের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডঃ হাবিবুর রহমানের মেঝ ভাই ও এডঃ সৈয়দ রেজাউর রহমানের মেঝ চাচা নুর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার সদর উপজেলা আ.লীগ পরিবার।
মুর আহমেদ সোমবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৭.৫০ ঘটিকার সময় তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
আজ দুপুর বাদে জোহরের নামাজের পর পি.এম খালীর নুর মোহাম্মদ চৌধুরী বাজার সংলগ্ন নুরুল উলুম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জানাযায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা এডঃ হাবিবুর রহমান, ঈদগাঁও উপজেলা আ.লীগ সভাপতি আবু তালেব, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন কমিশনের স্পেশাল পি পি এডঃ সৈয়দ রেজাউর রহমান রেজাসহ অসংখ্য মুসল্লি।
জানাযার নামাজের প্রারম্ভে মরহুমের ভাতিজা এডঃ সৈয়দ রেজাউর রহমান মরহুম নুর আহমদের স্মৃতিচারণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।