কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার উপজেলার হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমান উল্লাহ (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মনিরঘোনা গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে ।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম জানান, শনিবার দুপুর ১২ টার দিকে হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিহতের বাবা ঠান্ডা মিয়া বলেন, সকাল ৭টার দিকে আমার ছেলে মাছ ধরার জাল নিয়ে নাফনদীতে মাছ শিকারের বের হয়েছিল। দু’ঘণ্টা পরে খবর আসে সেই নাফনদীতে ডুবে মারা গেছে।