আজবিশ্ব আদিবাসী দিবস। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ন্যায় নানান কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারেও দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে ০৯ আগস্ট বুধবার বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখা উদ্যোগে কক্সবাজার পৌরসভার সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কক্সবাজার জেলা কমিটির সদস্য করিম উল্লাহ কলিম। বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়ন কক্সবাজার এর উপদেষ্টা মাহবুবুর রহমান, আদিবাসী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার যোগ্ম আহবায়ক সুমিত্রা রংচংগা,সদস্য মং ওয়ান লাই।
বক্তারা রাষ্টের কাছে আদিবাসীদের ভূমি ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষা জোরালো দাবি জানান। উন্নয়নের নামে কোন জায়গায় যেন আদিবাসীদের উচ্ছেদ করা না হয় সেটা নিশ্চিত করার দাবি তোলেন তারা।