কক্সবাজার জেলায় অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন উখিয়া থানার এসআই কাউসার হামিদ।
বুধবার (৯ আগষ্ট) কক্সবাজার জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক সভায় অস্ত্র ও গুলি, গাড়ি উদ্ধার, বিদেশী সিগারেট জব্দ, মামলার ভিকটিম উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তি সহ সামগ্রিক মূল্যায়নে তিনি নির্বাচিত হন।
এ বিষয়ে এসআই কাউসার হামিদ মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), উখিয়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থানায় যোগদান করার পর থেকে এসআই কাউসার হামিদ গাড়ি উদ্ধার, মাদক, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার, বিদেশি সিগারেট উদ্ধার, মামলার ভিকটিম উদ্ধার, মামলা নিষ্পত্তিসহ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রেখে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় জুলাই মাসে একটি ওয়ান শুটার গান, ৫০ রাউন্ড গুলি, ৮ হাজার প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার, মামলার ভিকটিম উদ্ধার, সিএনজি উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তি সহ জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই ২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় উখিয়া থানার এসআই কাউসার হামিদকে জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত করে পুরস্কৃত করা হয়েছে।