কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়িতে বিদ্যুৎ বাল্ব লাগানোর সময় নিরব দাস (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বিদ্যুৎ মার্কেট ধূপি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিরব দাস ওই এলাকার শীতল দাসের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরব সকালে বাড়িতে বিদ্যুৎ বাল্ব লাগানোর চেষ্টা করছিল।
এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজন তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ শরীফ নীরবকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কুতুবদিয়ায় গ্রিড লাইনের বিদ্যুতের দুর্ঘটনায় এটা প্রথম মৃত্যু।
নিরব স্থানীয় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র ৮ম শ্রেণির ছাত্র।