কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, গ্রামীণ জনপদ ও অবকাঠামো, বেড়িবাঁধ পুনঃনির্মাণ, ফসলী জমির উন্নয়ন, নিরাপদ ও সুপেয় পানির ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জেলার সকল উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান। এছাড়া পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।