বাহারছড়া ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন তফসিল-২০২৩ অনুষ্ঠিত

গণস্বাস্থ্য কেন্দ্রের তত্তাবধানে এ্যাকশন মিডিওর এর আর্থিক সহযোগিতায় “কিশোর-কিশোরী এবং প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প” কর্তৃক আয়োজিত বাহারছড়া ইউনিয়নের ২৫২টি শিশু পরিষদের কিশোর কিশোরীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন শিশু পরিষদ গঠনের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে বাহারছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১১:০০ ঘটিকায় এক শিশু পরিষদ নির্বাচন তফসিল -২০২৩ অনুষ্ঠিত হয়।

এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিকে-এ্যাকশন মিডিওর প্রকল্পের ব্যবস্থাপক জনাব আনিসুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন খোকন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার জনাব অধ্যাপক ফজলুল করীম। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন-২০২৩ এর সহকারী নির্বাচন কমিশনার জনাব নার্গিস আক্তার রনি, জনাব মুহাম্মদ ফরিদুল আলম এবং জনাব জাকের হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, বাহারছড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের উপকারভোগী বয়ষ্ক এবং শিশু দলের প্রতিনিধিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে নির্বাচনী তফসীল ঘোষণা করেন শিশু পরিষদ নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার জনাব অধ্যাপক ফজলুল করীম। এখানে উল্লেখ করা হয় যে মনোনয়ন পত্র বিতরণ করা হবে ৮-৯ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১০-১১ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই এবং প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থীদের নির্বাচনী বিধি সম্পর্কে ওরিয়েন্টেশন ১৬ সেপ্টেম্বর, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৯ সেপ্টেম্বর হতে ৪ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ এবং সময় ৭ অক্টোবর সকাল ৯:০০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত, ভোট গনণা ও প্রাথমিক ফল প্রকাশ ৭ অক্টোবর এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৮ অক্টোবর,২০২৩।

বাহারছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন খোকন বলেন,“ শিশুরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ভোট গ্রহণের মাধ্যমে তাদের যোগ্য নেতা নির্বাচন করতে পারবে এটি অত্যন্ত আনন্দের একটি বিষয়। তাছাড়াও তারা নিজেদের মতামত প্রকাশ করতে শিখবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে শিখবে। আজকের শিশুই ভবিষ্যতের একজন যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে দেশকে নেতৃত্ব দিবে। আর তাই এই সৃষ্টিশীল কার্যক্রমের মাধ্যমে একদিকে শিশুরা নিজেরা যেমন এটি শিখবে ঠিক তেমনি তাদেরকে দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে বাহারছড়া ইউনিয়নে তারা শিশুদের জন্য সম্পূর্ণ নতুন ও সৃজনশীল একটি কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি সংশ্লিষ্ট সকলকে শিশুকেন্দ্রিক এই ভোট কার্যক্রম বাস্তবায়নে সম্পূর্ণভাবে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। ”

অনুষ্ঠানে সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ও সকল আমন্ত্রিত অতিথিদের কার্যকরী আলোচনা শেষে সভাপতি সমাপণী বক্তব্যের মাধ্যমে “বাহারছড়া শিশু পরিষদ নির্বাচন তফসিল-২০২৩” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।¡

Related Posts

  • সেপ্টেম্বর ১৫, ২০২৪
  • 120 views
খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খুরুশকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোলতান মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুরুশকুল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে খুরুশকুলের ফকির পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু…

Read more

  • সেপ্টেম্বর ১৩, ২০২৪
  • 46 views
পাহাড় ধ্বসে কেড়ে নিল একই পরিবারের তিন জনের প্রাণ!

  মোঃ ইব্রাহিম খলিল: শুক্রবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টা সময় কক্সবাজার সদরে ঝিলংজার ২ ওয়ার্ডে দক্ষিণ ডিককুলে এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলে কক্সবাজার সদরে ঝিলংজার ২ ওয়ার্ডে দক্ষিণ… Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খুরুশকুল বিএনপির নেতা মামুনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাহাড় ধ্বসে কেড়ে নিল একই পরিবারের তিন জনের প্রাণ!

পাহাড় ধ্বসে কেড়ে নিল একই পরিবারের তিন জনের প্রাণ!

বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

বৃহত্তর কলাতলী পর্যটক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ১৫ সদস্য কমিটি গঠিত

বৃহত্তর কলাতলী পর্যটক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ১৫ সদস্য কমিটি গঠিত

মগনামা ঘাটের ইজারা নিয়ে ষড়যন্ত্র, পারাপার বন্ধের ঝুঁকি

আজ রোহিঙ্গাদের সাত বছর পূর্তি, ক্যাম্পে নতুন রোহিঙ্গা প্রবেশ

আজ রোহিঙ্গাদের সাত বছর পূর্তি, ক্যাম্পে নতুন রোহিঙ্গা প্রবেশ