ঢাকায় আসছেন রোনালদিনহো

images 7 5
print news

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। আগামী ১৫ অক্টোবর তিনি ঢাকায় পা রাখবেন। আসন্ন দূর্গা পূজার সময় কলকাতায় আসবেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। সেখান থেকেই ঢাকায় আসবেন রোনালদিনহো।

স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত তাকে দেশে আনছেন। এর আগে তার উদ্যোগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন।

রোনালদিনহোর আসা প্রসঙ্গে শতদ্রু দত্ত বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবেন রোনালদিনহো।

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রোনালদিনহোকে ইতিহাসের সেরা প্রতিভাধরদের একজন হিসেবেই ধরা হয়। খেলেছেন বার্সেলোনা ও পিএসজিতে। বিশ্বকাপ ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিরি আ, ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপাও জিতেছেন এই তারকা। ২০১৮ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এই ব্রাজিলিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *