মালয়েশিয়ার মাঠে বাংলাদেশের তরুণ আম্পায়ার পিয়াল

Picsart 23 09 25 17 35 59 823 scaled
print news

মালয়শিয়ার TUN ABDUL RAZAK CUP 2023 টুর্নামেন্টে বাংলাদেশী প্রথম আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনায় যোগ দিচ্ছেন মোহাম্মদ আলী খান পিয়াল। আগামী ১১ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের আম্পায়ার হিসাবে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশি হকি আম্পায়ার। এটি মালেশিয়ার সবচেয়ে প্রেস্টিজেয়াস সিনিয়র টুর্নামেন্ট বলে জানা যায়।

এর আগে থাইল্যান্ডে যুব অলিম্পিক গেমস এর বাছাই পর্বে ২০১৮ সালে 5-এ সাইডে আন্তর্জাতিক আম্পায়ারিং কেরিয়ার শুরু তার। পরে ২০২২ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত AHF Cup , থাইল্যান্ডে Asian games এর বাছাই পর্ব ২০২২, ওমানের মাস্কটে ২০২৩ সালে জুনিয়র AHF Cup, গত মাসে ওমানের সালালাহ শহরে 5 এ সাইড Asia Cup পরিচালনা করেন। একই সাথে বাংলাদেশের জাতীয় লীগ, ফ্রাঞ্চাইজি লীগ সহ সকল টুর্নামেন্ট দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন এই তরুণ হকি আম্পায়ার।

পিয়াল পুরান ঢাকার বাসিন্দা। বাংলাদেশ হকি ফেডারেশন এর সাবেক সদস্য ও হকি আম্পায়ার আব্দুর রশিদ খানের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *