ছাগল নিয়ে ঘরে ফেরা হলো না শিশু ওমরের

missing 20230930131411
print news

কক্সবাজারের টেকনাফে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর ধানক্ষেত থেকে ওমর সাদেক (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওমর সাদেক শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওয়ার্ড পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদের ছেলে।

শিশুটির খালাতো ভাই ইসমাইল রাফি বলেন, শুক্রবার জুমার নামাজের পর ওমর সাদেক ছাগল নিয়ে শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের দিকে যায়। সন্ধ্যায় সে বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। পরে রাতে ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ১০ ঘণ্টা পর শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের কাছে ধানক্ষেতে সাদেকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার শরীররে বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ গলায় ফাঁস লাগানো রশি পাওয়া যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

তিনি আরও বলেন, রাতে পুলিশের একটি টিম বাড়ি থেকে ওমর সাদেকের মরদেহ থানায় নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *