অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে আওয়ামী লীগ নাশকতা সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রের পরামর্শ শোনা হবে তবে সংবিধান থেকে এক চুল নড়বে না সরকার। যত ভয়ভীতিই দেখানো হোক কোনো লাভ হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের বাইরে থেকে টাকা আনছে। আর সে টাকায় মির্জা ফখরুল সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: তথ্যমন্ত্রী১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: তথ্যমন্ত্রী
বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না।
সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগই জয়ী হবে বলে আশা প্রকাশ করে দলটির সাধারণ সম্পাদক।