কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারে পৌঁছায়। এরপর তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার তার প্রতিনিধিদল নিয়ে উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টারে যান।
তারা সেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম দেখেন। পরে রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
কমিশনার মিজানুর রহমান জানান, আফরিন আখতার দুপুরে ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরণার্থীবিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।