টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গাড়িতে চাপা পড়ে এই ব্যক্তির মৃত্যু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার (১৮অক্টোবর) সকালে ইনানি হোটেল রয়েল টিউলিপের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা যায়নি। প্রযুক্তির সাহায্যে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।