ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। তারা বলেছে, এ ধরনের বক্তব্য (দ্বিপক্ষীয়) সম্পর্কের জন্য সহায়ক নয়।
ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন।
ওই বক্তব্য তার ফেসবুক লাইভেও প্রচার হয়।
এই হুমকির বিষয়টি তুলে প্রশ্ন করা হলে প্যাটেল বলেন, এ ধরনের সহিংস বক্তব্য সম্পর্কের জন্য সহায়ক নয়।
তিনি বলেন, বিশদভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা এদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশেরই দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এটি যুক্তরাষ্ট্রও প্রত্যাশা করে। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধীসহ সব অংশীদারদের সঙ্গে যোগাযোগে আছে যুক্তরাষ্ট্র।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা বা কোনো সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কোনো অনুমান করেন না তারা।