কক্সবাজার সদর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ফরিদ উদ্দিন লিটনের বড় ভাই খরুশকুল ফকির পাড়া এলাকার সমাজ সেবক কামাল উদ্দিন বাবুল চিকিৎধানীর অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ ডিসম্বের) সন্ধ্যায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। ফকির পাড়া এলাকার মৃত রশিদ আহমদ ছেলে ও মৃত জয়নাল সওদারের ছোট ভাই।
কামাল উদ্দিন বাবুল দীর্ঘদিন লিভারজনিত রোগে ভোগছিলেন। চট্টগ্রামের স্বনামধন্য গ্যাস্ট্রোলিভার চিকিৎসক শামীম বকস্ ও ভারতের চেন্নাইয়ে সিএমসিতে চিকিৎসা করেছিলেন। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে প্রথমে চট্টগ্রামের সিআরসি হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিনের চিকিৎসা প্রায় ১৫ ব্যাগ রক্ত দেয়া হয় কামাল উদ্দিন বাবুলকে। সর্বশেষ বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা ও ২ সন্তান ও ভাই,বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। মরহুম কামাল উদ্দিন বাবুলের জানাযা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফকির পাড়ায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে।