কক্সবাজারের স্বনামধন্য স্মার্টফোন বিক্রিয় প্রতিষ্ঠান সেবা টেলিকমের আউটলেট গুলোতে চলছে বিক্রয় উৎসব। ইংরেজি শুভ নববর্ষ ও প্রতিষ্ঠানটির ৭ বছর পূর্তি উপলক্ষে যেকোন স্মার্টফোনের সাথে থাকা কোপনের র্যাফে-ড্র এর মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন মোটর বাইক, স্মার্ট টিভি ও স্মার্টফোন সহ অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার।
১ জানুয়ারি সোমবার বিকেল সেবা টেলিকমের হলিডেমোড়স্থ ভিভো, অপ্পো ও রিয়্যালমির আউটলেটের সামনে কেক কেটে এই বিক্রয় উৎসবের উদ্বোধন করেন। এসময় সেবা টেলিকমের সত্ত্বাধিকারী মো: দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কন্সাল্ট্যান্ট জসিম উদ্দিন বকুল, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো: শফিকুল ইসলাম সহ বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বলেন, দেশে সরকারি কর ফাঁকি দিয়ে আসা স্মার্টফোনে সয়লাব হয়ে গেছে। এই ফাঁকে আসল স্মার্টফোনের মোড়কে কক্সবাজারে ঢুকছে নকল স্মার্টফোন। এসব অবৈধ ও নকল স্মার্টফোন থেকে গ্রাহকদের বিরত রাখতে ও প্রতারণা থেকে বাঁচতে এমন উদ্যোগ।