একদিন পরেই আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরুর দিকে প্রার্থীদের প্রচার প্রচারণা কম থাকলেও নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচারণাও বেড়েছে।
০৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। এরই মাঝে শুরু হয়েছে বিচ্ছিন্ন ঘটনা। এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে তোলছে নানান অভিযোগ।
এদিকে ০৫ জানুয়ারি রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের হাতঘড়ি প্রতীকের আব্দুল আউয়াল মামুনের কক্সবাজার শহররের কস্তুরাঘটস্থ নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল ওই কার্যালয়ের দায়িত্বে থাকা হাতঘড়ি প্রতীকের কর্মী রাত ২টায় বাসায় ফিরেন। রাত ৩টার দিকে অজ্ঞাত ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত ওই কার্যালয়ে ভাংচুর চালাই। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতি টের পেয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ খবরে সকালে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব ও কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের কর্মী সমর্থকেরাএই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করেন তিনি।
এঘটনায় মামুনের নির্বাচন সমন্বয়ক ও প্রধান এজেন্ট এইচ এম নজরুল ইসলাম ১০/১৫ জনের নাম অজ্ঞাত রেখে থানায় অভিযোগ দায়ের করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান এজেন্ট নজরুল অভিযোগ করে বলেন, “কক্সবাজার ৩ সংসদীয় আসনে বিভিন্ন ইউনিয়নসহ শহরের একাধিক স্থানে হাতঘড়ি মার্কার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে। কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কস্তুরাঘাট কেন্দ্রের ভোটারদের তথ্য সংগ্রহের সুবিধাত্বে অফিসটি করা হয়েছিল। কিন্তু অফিসের কার্যক্রম শুরু করার আগেই রাতের আধারে দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। যেহেতু তাদের কারা আগুন দিয়েছে দেখিনি সেই জন্য নিদিষ্ট কারো নাম উল্লেখ না করে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”
মন্তব্য করুন