কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক সকালের কক্সবাজারসহ বিভিন্ন সংবাদে ‘শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার বাহিনীর প্রধান আটক’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে। সংবাদের একাংশে অহেতুক ভাবে আমাকে জড়িয়ে ‘সেকেন্ড ইন কমান্ড’ শব্দ যুক্ত করে সংবাদ তৈরি করা হয়েছে। বাস্তবে শীর্ষ সন্ত্রাসী আবছারের সাথে আমার কোন ধরণের যোগাযোগ, সংশ্লিষ্টতা নেই। ব্যক্তি জীবনে অত্যন্ত সাদামেটা জীবন যাপন করে আসছি। ইতিপূর্বে আমার পারিবারিক শক্রপক্ষ বিভিন্ন মাধ্যমকে টাকা দিয়ে আমাকে ঘায়েল করতে চেষ্টা করে যাচ্ছে। আবছার আটকের সাথে সেখানে মিথ্যা ভাবে গোদারপাড়া এলাকায় কিছুদিন আগে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে সংবাদ বানানো হয়েছে। আমি হাকিম চ্যালেঞ্চ করে বলতে চাই, পুরো গোদার পাড়া এলাকায় আমার নামে অনুসন্ধান ও তদন্ত চালানো হউক। যদি এমন ঘটনা সত্যতা মিলে তাহলে যেকোন আইনগত শাস্তি আমি মাথা পেতে নিবো।
সুতরাং আমার শক্রপক্ষ আমাকে ঘায়েল করতে মিথ্যা ও ঢালাউভাবে সংবাদ প্রচার করছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি আইনপ্রয়োগকারী সংস্থাকে এই ধরণের আজগবি, উদ্দেশ্যপ্রনোদিত সংবাদে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।
নিবেদক
হাকিম
গোদার পাড়া, কক্সবাজার।