সালাহউদ্দীন, উখিয়া কক্সবাজার
কক্সবাজারের ‘ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান’ চিনেনা না খুম কম মানুষই আছেন। যেই মানুষটি কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষনা করেছিনের সেই বীর সেনা পাড়ি জমালেন না ফেরার দেশে। গত শুক্রবার রাত ৯ টায় হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
শনিবার বিকেল ৩ টায় উখিয়ার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গার্ড অফ অনার প্রদান করে বিদায় জানানো হয় জাতীর এই বীর সেনাকে। রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসাইন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসনিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তাঁর নামাজে যানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী বক্তব্য রাখেন। দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করেন তার আত্বীয়-স্বজন ও কর্মীরা।
ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।