বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, প্রকল্প ও ভূ-সম্পত্তি বিভাগের পরিচালনায় ১৩ জানুয়ারি,২০২৪ শনিবার, নগরীর টাইগারপাসস্থ আঞ্চলিক সদর দপ্তরে উক্ত ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন, প্রকল্প ও ভূ-সম্পত্তি বিভাগের আঞ্চলিক উপ-কমিশনার এবং ওরিয়েন্টেশনের পরিচালক জনাব অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর ভূ-সম্পত্তি বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব মোঃ নুরুল আমিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আব্দুল মালেক,অঞ্চলের কোষাধ্যক্ষ জনাব প্রফেসর ছালেহ আহমদ পাটোয়ারী, পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) জনাব জিমরান মোহাম্মদ সায়েক এবং বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (ভূ-সম্পত্তি) জনাব মনজুরুল আলম।
বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক জনাব এম. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক জনাব খায়রুজ্জামান চৌধুরী।
উক্ত ওরিয়েন্টেশনে চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন ৬ টি জেলা থেকে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।