কক্সবাজারের উখিয়াতে ডাম্পারে মাটি কাটতে গিয়ে মুসলেম উদ্দিন (২০) নামের এক শ্রমিকের নিহত হয়েছে। নিহত মুসলেম উদ্দিন উখিয়ার জালিয়াপালং ১ নম্বর ওয়ার্ড পাইন্যাশিয়া চাককাটার নুরুল ইসলামের ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড কাসিম মাকেটের দক্ষিণ পাশে বায়তুশ শরফ সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মুসলেম উদ্দিন নামের এক শ্রমিক স্থানীয় হেলাল কোম্পানির ডাম্পার ট্রাকে মাটি কাটতে গেলে হঠাৎ করে বড় একটি মাটির চাক ও গাছের ধারালো শিকড় ভিকটিমের গোপন অঙ্গে পাশে ডুকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়।
তখন তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা ভিকটিমকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।