কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী শহরিয়া স্টেশন এলাকা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে অবৈধ উপায়ে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। ২৪ জানুয়ারি বিকাল তিনটায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সুত্রে জানাগেছে, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমের ছোট ভাই স্থানীয় খুচরা সার বিক্রেতা মনির আলমের কোনাখালী শহরিয়া স্টেশন এলাকার গোডাউনে অবৈধভাবে বেশ কিছু পরিমাণে ইউরিয়া
সার গুদামজাত করে রাখে। এ বিষয়ে সংবাদ পেয়ে, বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ উপায়ে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন এর সাথে উপজেলার উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন জানান, জব্দকৃত সার এর বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে নিলামের আওতায় নিয়ে আসাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।