বিশেষ প্রতিবেদক, সিবিটুয়েন্টিফোর নিউজ
কক্সবাজার সদরের ঝিলংজার ইয়াবা ডন দিদারুল আলম দিদার এবার ৪০ হাজার ইয়াবা নিয়ে আটক হয়েছে কুমিল্লায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দিদারসহ দুইজনকে ৪০ হাজার ইয়াবা নিয়ে আটক র্যাব ১১ এর একটি টিম। ২০ জানুয়ারী শনিবার রাতেই তারা গ্রেফতার হউন। এই দিদারুল আলম নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড করতেন। কখনো মটরশ্রমিকলীগ নেতা আবার কখনো ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে কক্সবাাজর সদর মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। এই দিদারুল আলমকে শেল্টার দিচ্ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। তার ছত্রছায়ায় অপরাধকর্মকাণ্ড আরো কয়েকগুন বেড়েছিলো। জমি দখল থেকে শুরু করে অস্ত্র বাণিজ্য, খুচরা ও পাইকারী ইয়াবার ব্যবসা করছিলেন ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়ার পূর্ব মুক্তারকুল এলাকার দানু মিয়ার ছেলে দিদারুল আলম।
র্যাব ১১ সিপিসি ২ কোম্পনী অধিনায়ক একে এম মুনিরুল আলম জানান, কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছিলেন গ্রেফতারকৃত দিদারুল আলম, ঢাকার মিরপুরের শাহ আলীবাগ এলাকার মৃত ওসমান গনির ছেলে ইমামুল হক শুক্কুর। গোপন সংবাদে ভিত্তিতে তাদের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।