প্রেমিক আমাকে ঠকিয়ে সামনে দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরছে

IMG 1338 original 1706590924
print news

টালিগঞ্জের পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা। কাজ করেছেন দুই পর্দাতেই। সম্প্রতি নিজের ক্যারিয়ার, প্রেম, বিয়ে নিয়ে কথা বলেছেন এই তারকা।
সঞ্চালিকা অপরাজিতা আঢ্যর সম্মুখে কথা বলতে শোনা গিয়েছিল প্রাক্তন প্রেমিকের হাতে হওয়া ‘শারীরিক নির্যাতন’ নিয়ে।
বর রোহন মিত্রকে পাশে নিয়ে বসেছিলেন সঙ্ঘশ্রী। কথায় কথায় অপরাজিতাকে বললেন, ‘আমার প্রেমিক আমাকে ঠকিয়ে আমার সামনে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমার বাড়ির সামনে দিয়ে ওড়না উড়িয়ে যাচ্ছে, আমি ঠিক করলাম ওকে দেখিয়ে দেব বিয়ে করতে পারি কি না!’ -খবর হিন্দুস্তান টাইমস
সঙ্ঘশ্রী বললেন, ‘এবার বিয়ে করতেই জ্ঞান ফিরেছে। এবার তো আর রিভার্স কোনও গিয়ার নেই।’ পাশে বসে থাকা অভিনেত্রীর মা বলেন, ‘তাও বিয়ের আগেরদিন বলেছে, মা আমি বিয়ে করব না।’
রোহনের সামনেই বিবাহিত জীবনের গল্প ভাগ করে নেন সঙ্ঘশ্রী। ‘বিয়ের পরদিনই বরকে বলছি, আমি বাড়ি যাব।’ পাশ থেকে বর বলে ওঠেন, ‘আমি বলেছিলাম ঠিক আছে। এত আয়োজন হয়ে গেছে। বউভাতটা হলে চলে যাবে।’
সঙ্ঘশ্রী বলেন, এখনও ঝগড়া হলেই বাড়ি চলে যাওয়ার কথা বলেন তিনি। আর রোহনও তাকে আটকায় একইভাবে, ‘এবার না মিটলে সত্যি সত্যি চলে যেও।’
তিনি ২০১৭ সালে রোহন মিত্রকে বিয়ে করেন। তবে তার আগে দীর্ঘ ১১ বছর একটি ‘বিষাক্ত’ সম্পর্কে ছিলেন। সেই ছেলেটি মারধর করত। সঙ্ঘশ্রীর কথায়, ‘যে তোমাকে একদিন অপদস্থ করছে, যে তোমাকে রোজ অপদস্থ করবে। যে একদিন গায়ে হাত তুলছে সে রোজ হাত তুলবে। আমরা ভাবি ভুল করে করে ফেলেছে, কিন্তু সেটা ভুল করে হয় না। ওটা স্বভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার ভুল। এই বিষাক্ত সম্পর্কটায় আমি ১১ বছর ছিলাম। এরপর অনেক কষ্টে সেটা থেকে বের হয়েছি’।
তিনি জানান, বাড়ির থেকে সম্বন্ধ দেখে রোহনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তবে অ্যারেঞ্জড ম্যারেজই এখন পরিণত হয়েছে লাভ ম্যারেজে। এখন তারা বেশ সুখে শান্তিতেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *