গাজীপুর সিটি করপেরেশনের কবরস্থানে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহম্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে জানাজা শেষে দাফন করা হয়।
জানাজায় মরহুমের বাবা অধ্যাপক আয়েশ উদ্দিন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিন, নাট্য অভিনেতা আশরাফ হোসেন টুলুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২টার দিকে অভিনেতা আহমেদ রুবেলের মরদেহবাহী গাড়ি গাজীপুরে উত্তর ছায়াবীথি এলাকায় নিয়ে আসা হয়। এসময় প্রতিবেশীসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, অভিনেতা আহমেদ রুবেলরা দুই ভাই এবং এক বোন। আহমেদ রুবেলের বড় ভাই বেশ কয়েক বছর আগে মারা যান। আহমেদ রুবেল এক বোন, বাবা এবং স্ত্রী রেখে গেছেন।
আহমেদ রুবেলের বাবা আয়েশ উদ্দিন বলেন, বুধবার দুপুরের খাবার খেয়ে রুবেল নিজে গাড়ি চালিয়ে ঢাকায় যায়। সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। এ ছবিতেও তিনি জয়া আহসান, তারিক আনাম খানদের সহ-অভিনেতা। পরে তারা খবর পান শোতে যোগ দিতে বসুন্ধরা শপিংমলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে পড়েন যান। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে বিকেল ৫টা ৫৮ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলের ১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন গাজীপুর এবং ঢাকা শহরে। পরিবারসহ থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি।
জানা যায়, তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’য় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সব শ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে। আনিসুল হকের লেখা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত মেগা ধারাবাহিক ‘৫১বর্তী’ নাটকে রুবেলের ‘মেন্টাল বাহাদুর’ চরিত্রটিও বেশ সাড়া ফেলেছিল।
নাটকের পাশাপাশি সিনেমায়ও দুর্দান্ত সব চরিত্রে রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটির মতো বিখ্যাত চলচ্চিত্রে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা পেয়ারার সুবাস ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।