সিবি২৪
২ মার্চ ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুর উত্তর ফতেখাঁরকুলে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখল

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার উত্তর ফতেখাঁরকুল চালাইন্যা পাড়া এলাকায় চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে চক্রটি ওই স্থানে খাস জমিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখল অব্যাহত রেখেছে। সম্প্রতি চক্রটি আরও বেপরোয়া হয়ে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে মাটি ভরাটের পর স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।

অভিযোগ উঠেছে, ভূমিদস্যু চক্রটির অপতৎপরতা থামাতে জমি মালিকরা ১৪৪ ধারা জারি করেও থামাতে পারছেন না তাদের। এই চক্রের মূলোৎপাটন করতে অভিযানের পর অভিযান চালিয়েও তেমন কোন পরিবর্তন আনতে পারছে না পুলিশসহ স্থানীয় প্রশাসন।

মামলার নথি ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল চালাইন্যাপাড়ার বাসিন্দা মৃত বখতার আহম্মদ গংদের ওয়ারিশ হাজেরা খাতুন, আমান উল্লাহ, আনছার উল্লাহ ও মো: শহিদুল ইসলাম এর ভোগ দখলে থাকা ৯২ শতক জমি অবৈধ দখলের জন্য পাঁয়তারা করে আসছিল উত্তর ফারিকুল এলাকার মৃত সায়ের আহমদ প্রকাশ সায়রার মেয়ে উত্তর ফতেখাঁরকুলের মাসি খ্যাত রেজিয়া আক্তার, তার ভাই আবদু শুক্কুর, তার স্ত্রী হাছিনা বেগম। এবং তাদের সহযোগী হিসেবে রয়েছে উত্তর ফতেখাঁরকুল এলাকার আবদু জব্বারের ছেলে খোরশেদ আলম, আবুল কাশেমের ছেলে মোতাহের হোছেন, মোজাহের মিয়ার ছেলে পেঠান আলী, আনুজু আরাসহ একটি চক্র। এ অবস্থায় তারা জমিটি দখলের অপ-তৎপরতা চালালে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশংকা করে ভুক্তভোগীরা বিগত সময় বেশ কয়েকবার রামু থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশের নিষেধ উপেক্ষা করে রেজিয়া আক্তার, তার ভাই আবদু শুক্কুরসহ চক্রটি দরিদ্র লোকজনের এ ভূমি দখলের জন্য মরিয়া হয়ে উঠে। এতে নিরুপায় হয়ে জমির মালিক হাজেরা খাতুন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে এমআর মামলা করেন। যার মামলা নং ৯৯২/২০২৩। এরই প্রেক্ষিতে জমি দখলকারী আব্দু শুক্কুর ও রেজিয়া আক্তারসহ চক্রটিকে কারণ দর্শানো নোটিশের জবাব ও জমি দখলের কাগজপত্রসহ আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেন। একইসঙ্গে নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেজন্য রামু থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এমন নির্দেশনার পরও রেজিয়া-শুক্কুর চক্রটি ওই জমিতে গিয়ে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আদালতের এমন নির্দেশনা উপেক্ষা করে গত মাস খানেক ধরে প্রভাবশালী ও সন্ত্রাসী মতাদর্শে বিশ্বাসী রেজিয়া-শুক্কুর ওই জমি ভরাট করে স্থাপনা নির্মাণে লিপ্ত হন। যা চলমান রয়েছে। ফলে আদালতের শরণাপন্ন হওয়ার পরও এমন ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পড়েছেন জমির মালিক হাজেরা খাতুন, আমান উল্লাহ গংরা।

ভুক্তভোগীদের অভিযোগ, বিবদমান জমিতে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ যাচ্ছেন চক্রটি। জমির মালিকানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশা দিলেও চক্রটি তা মানছেন না।

আদালতের আদেশ না মানার বিষয়টি রামু থানা পুলিশকে জানানোর পর ঘটনাস্থাল পরিদর্শনে আসে পুলিশ। তবে পুলিশ আসার খরবে ভূমিদস্যু চক্রটি কিছুক্ষণের জন্য পালিয়ে গেলেও পুনরায় চালিয়ে যান তাদের দখল কার্যক্রম।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জমি দখলে নিতে অস্ত্রধারী দাগী আসামীদের দিয়ে ত্রাস সৃষ্টি করে মহড়া চালিয়ে জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন ভূমিদস্যুরা। এতে নেতৃত্ব দিচ্ছেন চালাইন্যাপাড়ার মাসি খ্যাত রেজিয়া আক্তার ও তার ভাই আবদু শুক্কুর। আদালতের আদেশ ও নির্দেশনার অনুবলে রামু থানা পুলিশ সংশ্লিষ্টদের বিরোধপূর্ণ জায়গায় কোনও প্রকার কার্যক্রম চালাতে নিষেধ করলেও ভূমিদস্যুটি চক্রটি এ নিষেধ না শোনে একের পর এক দখল চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে নিজের জমি দখল নিতে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আমরা।

এ অবস্থায় অসহায় ভূমি মালিকরা প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, মান্যগণ্য ব্যক্তিবর্গসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। আশঙ্কা করছেন রক্তক্ষয়ী সংঘর্ষের।

সরেজমিনে গিয়ে জানা যায়, সম্প্রতি আব্দু শুক্কুর ও রেজিয়া আক্তারের নেতৃত্বে জমিটি দখলের পর মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। তারা ইতোমধ্যে ইট, বালিসহ নির্মাণ সামগ্রী মজুদ করেছে। এরই মধ্যে জমি মালিকরা রামু থানা পুলিশকে অবগত করার পর পুলিশও আসে বেশ কয়েকবার। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। পুলিশ আসার খবর পেয়ে কিছুক্ষণ দখল কার্যক্রম বন্ধ রেখে পালিয়ে যায়। পনরায় ফিরে আবার শুরু করে দখল কার্যক্রম।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আদালতে বিচারাধীন এ বিষয়টি রামু থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস অবগত আছেন। তারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েও যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। তাদের অভিযোগ, এ অবস্থায় দখলবাজদের বাঁধা দিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এ নিয়ে এসব দরিদ্র পরিবারগুলো বেশ নিরাপত্তাহীনতার মধ্যে আছে উল্লেখ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় এলাকাবাসীর দাবি, রহস্যজনক কারণে প্রকৃত ভূমিদস্যু ও দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারায় চক্রটি এ ধরনের বেপরোয়া হয়ে গেছে। তারা জানান, একটি শক্তিশালী ভূমিদস্যু সিন্ডিকেট রেজিয়া-হাসিনার পেছনে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জকে মনে হচ্ছে একখণ্ড দিল্লি: শিবিরনেতা আসিফ আব্দুল্লাহ

গোপালগঞ্জের ছবিকে ভারতের বলল এএফপি, পরে দুঃখ প্রকাশ

যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: আয়াতুল্লাহ খামেনি

পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জামায়াতের

জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ

নিয়ম লঙ্ঘন করে পুশ ইন করছে ভারত: তৌহিদ হোসেন

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর

বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে

১০

সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১১

গোপালগঞ্জ থেকে ‘বেঁচে ফিরলে’ মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

১২

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

১৪

মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বলে হাসিনা দেশকে বিভাজিত করেছিলেন: নাহিদ

১৫

সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রিজভী

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ কেভিন এস র‍্যান্ডলের সাক্ষাৎ

১৭

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মহিন ফের ৫ দিনের রিমান্ডে

১৮

তিন বছরে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার করে দেবে বিশ্বব্যাংক

১৯

ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির

২০