নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমির ২০১৯ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। ৮ ই এপ্রিল বুধবার বিকালে কক্সবাজারের তারকামানের হোটেল সাইমান হেরিটেজ এ উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমির ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে মাধ্যমিক জীবনের বন্ধুদের কাছে পেয়ে আবেগে উচ্চাসিত হয়ে উঠে সবাই। এসময় সবাই একে অপরের সাথে দীর্ঘদিনের জমানো হাজারো কথা শেয়ার করে স্মৃতিচারণ করে।
এসময় ২০১৯ ব্যাচের শাহারিয়ার কারিম ফাহিম,মো:ইব্রাহিম খালিল,সাদমান জাওয়াদ ও সকল শিক্ষার্থীরা তাদের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন,এবং পরিশেষে অপরের সাথে কুশল বিনিময় করে আয়োজন সম্পন্ন করে। বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমির ২০১৯ ব্যাচের বিজ্ঞান বিভাগের এই আয়োজন প্রতিবছর করার প্রতিজ্ঞা করেন।