ভাইস চেয়ারম্যানের রশিদের হুকুম ‘কেটে তিন টুকরো করে বস্তায় ভর’ যুবককে জবাই

rashid
print news

বিশেষ প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়ার বিরুদ্ধে মাসুদ করিম নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরতর আহত মাসুদ করিম উন্নত চিকিৎসায় বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৩ জুন বিকেল ২টার দিকে কক্সবাজার সদরের দক্ষিণ হাজি পাড়া এলাকায়। জবাই করে হত্যা চেষ্টার অভিযোগে শুক্রবার (৭ জুন) কক্সবাজার সদর মডেল থানায় রশিদ মিয়াকে ১ নাম্বার আসামী করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৮/৪০৫।
সূত্রমতে, ঝিলংজা হাজি পাড়া এলাকার হাজী আশরাফ আলী ছেলে মাসুদ করিম গত ৩ জুন পৈত্তিক সম্পত্তি দেখার জন্য হাজিপাড়া শফিউল আলমের বাড়ি পর্যন্ত গেলে উৎপেতে থাকা অস্ত্রশস্ত্র একদল সন্ত্রাসী মাসুদ করিমের উপর হামলে পড়ে। এক পর্যায়ে ওই হামলাকারীদের উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া মোবাইল ফোনে লাউড স্পিকারে হত্যা করে তিন টুকরো করে বস্তায় ভর বলে নির্দেশনা দেন। এক পর্যায়ে কামরুল হাসান মুসা, মোহাম্মদ জুনায়েদ প্রকাশ মিন্টু, মোঃ শাকিব, শোয়েব মোহাম্মদ আকাশ প্রকাশ বাচাইয়া ও হামিদ মিয়া মাসুদ করিমকে উপর্যপূরী কোপাতে থাকে। তাদের আঘাতে মাটিতে লুটে পড়লে মাসুদ করিমকে জবাই করে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত হয়েছে বলে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। হামলার সময় শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত মাসুদ করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শারিরীক অবস্থা অবনতি হলে এয়ার এম্বুল্যান্সে করে ওইদিন বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাসুদ করিম।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আমরা এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরবর্তীতে আহতের বড় ভাই বাদি হয়ে একটি এজাহার দিয়েছেন। এটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *