বিশেষ প্রতিবেদক
কক্সবাজার সদরের আলোচিত ব্যবসায়ী মাসুদ করিমকে হত্যাচেষ্টাকারী ভাইস চেয়ারম্যান রশিদ মিয়ার ভাই ও ভাগ্নে কে কারাগারে পাঠালেন আদালত। সোমবার বিকেলে উচ্চ আদালতের ৩ সপ্তাহের নির্দেশনা শেষে জামিন চাইলে কক্সবাজার অতিরিক্ত জেলা জজ সাইফুল ইলাহী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেই গত ৩ই জুন দিনেদুপুরে প্রকাশ্যে ব্যবসায়ী মাসুদ করিমকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যাচেষ্টা করে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া সহ একাধিক আসামী। এই ঘটনায় মাসুদের বড় ভাই আবুল হাসনাত ৭ জুন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে যার নাম্বার-জিআর ৪০৫। মামলার পর থেকে পলাতক হয়ে হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের নির্দেশনা নিয়ে আসে মামলার ২নং আসামী কামরুল হাসান মুসা ও ৩ নং আসামী হুবাইব মোহাম্মদ জুনায়েদ প্রকাশ মিন্টু।
মাসুদ করিমের মামলার আইনজীবী সাবেক পিপি নুরুল মোস্তফা মানিক জানান, জবাই করে হত্যার চেষ্টা এতোটাই গুরুতর যে মহামান্য হাইকোর্ট এই দুই আসামীকে জামিন দেয়নি। তারা সোমবার নি¤œ আদালতে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
মামলার বাদী আবুল হাসনাত জানান, হাজী পাড়া মসজিদের সম্পদের অধিগ্রহনকৃত জমির টাকা আত্বসাত করার বিষয়ে প্রতিবাদ করায় মাসুদকে জবাই করে মেরে ফেলতে চেয়েছে রশিদ গংরা। যদি মাসুদকে মেরে ফেলতে পারে তাহলে মসজিদ কমিটির টাকা সহজেই ভাগভাটোয়ারা করতে পারবে তারা।
এদিকে ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও তার ভাগ্নে জিসানসহ বিভিন্ন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছেন মাসুদ করিমের পরিবারকে। বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানায় জিডিও করেছে ভোক্তভোগী পরিবার। জনপ্রতিনিধির ক্ষমতার অপ ব্যবহার করে পৈশাসিক জবাইয়ের ঘটনা থেকে মুক্তি পেতে চাচ্ছে রশিদ মিয়া ও তার পরিবার। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেছেন মৃত্যুর সাথে পাঞ্জা নড়া মাসুদ করিম
অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় হাতি নিহত, লোকোমাস্টার বরখাস্ত
কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় এক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোরব) পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা…
Read more