মোঃ ইব্রাহিম খলিল:
কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে গিয়ে মো. রাকিব (৭) নামের এক শিশু মৃত্যুবরণ করেছে।
বুধবার (৩ জলাই) বিকাল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাকিব উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকার আলি আকবরের ছেলে।
জানা গেছে, বাড়ির পাশে রাস্তার কালভার্টের নিচে মাছ ধরার জন্য তার বাবার পাতা জালে মাছ লেগেছে কি না দেখতে যায় রাকিব। একপর্যায়ে পানির স্রোতের সঙ্গে সে জালের ভেতর ঢুকে আটকা পড়ে এবং জাল থেকে বের হতে না পেরে সেখানেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।