মোঃ ইব্রাহিম খলিল:
শুক্রবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টা সময় কক্সবাজার সদরে ঝিলংজার ২ ওয়ার্ডে দক্ষিণ ডিককুলে এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলে কক্সবাজার সদরে ঝিলংজার ২ ওয়ার্ডে দক্ষিণ ডিককুলে বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী আখি মনি (২৫) ও তার দুই কন্যা সন্তান মিহা জান্নাত নাঈমা (৫ বছর)
লতিফা ইসলাম (১১ মাস)।
নিহতের আখি মনির স্বজনরা জানান , রাতে ২ টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজজনের বাড়ি দিকে বিকল একটি শব্দ শুনতে পাই। দ্রুত গিয়ে দেখি মিজান রহমানে বাড়ি পাশে পাহাড়ের মাঠি ধ্ব’সে পড়ে। মাটি নিচে তিনিসহ তার স্ত্রী ও দুই সন্তান। তৎক্ষণিক মিজান কে জীবিত উদ্ধার করতে পারলে তার স্ত্রী আখি মনি ও দুই কন্যা সন্তানকে মৃত্যু অবস্থা ফায়ার সার্ভিসের সহযোগিতা উদ্ধার করা হয়।