পেকুয়ায় স্লুইসগেট দখল করে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজি

WhatsApp Image 2024 10 10 at 21.17.59 c19780c2
print news

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউপির ঘোষাল পাড়া এলাকায় স্লুইসগেট দখল করে মহিউদ্দিন নামের আওয়ামীলীগ নেতার বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তার কাছে জিম্মি হয়ে পড়েছে চারটি গ্রামের প্রায় পাঁচশত পরিবার।

৯ অক্টোবর (বুধবার) দুপুর ২ টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির ঘোষাল পাড়া এলাকায় সরজমিনে গিয়ে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া যায়।স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম উজানটিয়া মিয়াপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মহিউদ্দিন। সে ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় আব্দুল মালেক জানান, ৫৪ নং স্লুইসগেট দিয়ে লবণ মাঠে ও প্রতিটি মাছ প্রজেক্টে পানি ডুকালে মহিউদ্দিন কে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়। চাদা দিতে অপারগতা জানালে পানি বন্ধ করে দেয়। স্লুইসগেট ইজারা নিছে কিনা জানতে চাইলে বলে আওয়ামীলীগের ইজারা লাগে না।

স্থানীয় রফিক উদ্দিন বলেন, বর্ষাকালে যখন আমাদের পানির কারণে রাস্তাঘাট ডুবে যায় তখন মহিউদ্দিন স্লুইসগেট বন্ধ করে রাখে। আবার শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন হলে পানি বন্ধ করে চাঁদাদাবি করে।

এবিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, স্লুইসগেট আমার দখলে আগে ছিল এখন আমি দখল ছেড়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *