আম্পানের মতো একই পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

riginal
print news

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় ‘ডানা’ আম্পানের মতো একই পথে আঘাত হানতে পারে।
নিম্নচাপের কারণে যে মেঘের সৃষ্টি হচ্ছে তা ইতিমধ্যে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। আজ রাতেই কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন- নায়িকা মৌসুমির মতো কেউ যদি জিগান যে ভাই ঘুর্নিঝড় “দানা” কত দূর? উত্তরটা হবে ঐ দেখা যায় আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জ, তার ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নিম্নচাপ কেন্দ্রের অবস্থান আজ মঙ্গলবার সকাল ১১ টার সময়।
বঙ্গোপসাগরে “দানা” নামে যে ঘুর্নিঝড়টি সৃষ্টির আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার তা আজ মঙ্গলবার নিম্নচাপ অবস্থায় উন্নীত হয়েছে। আশংকা করা যাচ্ছে আজ মধ্য গভীর নিম্নচাপ ও আগামীকাল দুপুরের মধ্যে পূর্নাঙ্গ ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। সম্ভব্য ঘুর্নিঝড় “দানা” এর চলার পথও ঘুর্নিঝড় আম্পানের মতো হবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি মঙ্গলবার (২২ অক্টোবর) নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, ঘূর্ণিঝড় ‘ডানা’ বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অংশে প্রভাব ফেলবে। এটি আগের ঘূর্ণিঝড় আম্পানের মতো একই পথে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন তারা। উপকূলে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয় যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *