এম.শিবলী সাদেক, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মরহুম অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরীর স্মরণে রয়েল একাডেমি'র সার্বিক সহযোগিতায় ১ম বারের মতো ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উৎসব মূখর পরিবেশে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১১৩ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসার হল রুমে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ ও হল সুপারের দায়িত্ব পালন করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি। উক্ত মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শনে আসেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ আরমান বিন কাশেম এবং মেধা বৃত্তি পরিক্ষার সদস্য সচিবের দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সেক্রেটারি আব্দুল হাকিম আসবাব।
আগামী ২০ নভেম্বর ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধা বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হইবে। এদিকে ডিসেম্বর মাসের ২য় সপ্তাহে পুরষ্কার বিতরণ করা হইবে বলে জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোহাম্মদ কাইছার।
উল্লেখ্য, মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণকারী শ্রেণি ভিত্তিক প্রথম ৫ জন সহ সর্বমোট ৩৮ জন শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, বইসহ নগদ অর্থ প্রদান করা হইবে।