কক্সবাজার শহরের কাছাকাছি ইউনিয়ন পিএমখালীতে গভীর রাতে পাহাড় কাটার স্থানে অভিযান চালিয়েছে বনবিভাগের পিএমখালী রেঞ্জ অফিস। ওই সময় পাহাড় কেটে বালি মজুদ করা অবস্থায় একটি ডাম্পার জব্দ করেছে পিএমখালী ইউনিয়নের রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। জব্দকৃত ওই ডাম্পারের মালিক হলেন কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সরদারপাড়া এলাকার কামরুল হাসান। তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।
সূত্রমতে, এই কামরুল হাসান পিএমখালীর বিভিন্ন এলাকার পাহাড় কাটার সাথে জড়িত। দীর্ঘদিন গভীর রাতে পাহাড় কেটে বালি বিক্রি করছে এই সিন্ডিকেট। শনিবার মধ্যরাত অর্থাৎ ১৬ নভেম্বর পিএমখালী রেঞ্জাধীন পিএমখালী বিটের কাঠালিয়ামুরা এলাকায় পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযানে নামে বনকর্মকর্তারা। ওই সময় পাহাড়ি বালি পরিবহন কালে রেঞ্জের স্টাফসহ ডাম্পারটি জব্দ করে কক্সবাজার উত্তর বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসা হয়।
পিএমখালী ইউয়নের রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, ‘পিএমখালী ইউনিয়নটি পাহাড় অধ্যূষিত এলাকা। এখানে আগে থেকে পাহাড় কেটে সাবাড় করে ফেলেছে। আমি যোগদানের পর থেকে রাত-দিন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পাহাড়কাটা রোধে।
কামরুল হাসানের যে ডাম্পারটি জব্দ করা হয়েছে এটি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উর্ধতন কর্তৃপক্ষকে এ ব্যপারে অবহিত করা হয়েছে। বন আইন ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে