মুজিববর্ষ পালনে ৬ বছরে খরচ ১ হাজার ২৬১ কোটি

1732156325 e06d061a77a7bde916b8a91163029d41
print news

সাবেক আওয়ামী লীগ সরকার গত ছয় বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ‌যাপন উপলক্ষে মুজিববর্ষের অনুষ্ঠানে এক হাজার ২৬১ কোটি টাকা ব্যয় করেছে। গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মুজিববর্ষ পালনের নামে রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। সারা দেশে অফিস-আদালতে বঙ্গবন্ধু কর্নার ও মূর্তি বানিয়ে যে পরিমাণ জমি ও অর্থের অপচয় হয়েছে, এগুলো যুক্ত করলে আরো অনেক টাকা অপচয়ের হিসাব পাওয়া যাবে।
উপদেষ্টা পরিষদ ২০২৪-২৫ অর্থবছর থেকে মুজিববর্ষ উদযাপনের জন্য সম্পর্কিত বাজেট বরাদ্দ স্থগিত করার সিদ্ধান্তও নিয়েছে। প্রধান উপদেষ্টার অফিসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সর্বমোট এক হাজার ২৬১ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর থেকে এসংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *