
কক্সবাজার পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড পশ্চিম শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মালেক ইমনকে কক্সবাজার পৌর টমটম মালিক, চালক ও গ্যারেজ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
কক্সবাজার শহরের ইডেন গার্ডেন এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল মালেক ইমন দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌর টমটম মালিক, চালক-গ্যারেজ সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষ নেতৃত্ব ও অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, রফিকুল ইসলাম, মানিক, মাষ্টার শাহজাহান, আবু ছৈয়দ, মোহাম্মদ আলী, মির কাসেম, মিজান,শাহজাহান এবং মিডিয়া সেলের প্রতিনিধি মোহাম্মদ ফয়েজ প্রমুখ।
উল্লেখযোগ্য এই আয়োজনে নেতৃবৃন্দ আব্দুল মালেক ইমনের সফল নেতৃত্বের প্রশংসা করেন এবং তার ভবিষ্যত কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।