
কক্সবাজারে হোটেল মোটেল জোনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ১৬.০১.২৫ কক্সবাজার পৌরসভার কলাতলী হোটেল মোটেল জোনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ট্রেড লাইসেন্সবিহীন হোটেল পরিচালনার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল কলাতলীর ডলফিন মোড়সহ বিভিন্ন এলাকায় পরিচলিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ট্রেড লাইসেন্স না থাকার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে বাইশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলা ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জহর লাল পাল, সদর মডেল থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ টি অনুমোদনহীন হকার দোকানসহ প্রায় দুইশ হকার উচ্ছেদ করা হয়। গতকাল বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সুগন্ধা ঝাউবাগান, সুগন্ধা প্রবেশ পথ, পানির ট্যাংক সংলগ্ন প্লট ও সুগন্ধা বীচে ফিশ ফ্রাই মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে একটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে অভিযানে ট্যুরিস্ট পুলিশ ও কক্সবাজার পৌরসভা অংশগ্রহণ করে।